৯ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

তবে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

প্রায় নয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, লাইন ঠিক হওয়ার পর রাত ১০টার উদয়ন এক্সপ্রেস ভোররাত ৩টা ২০ মিনিটে সিলেট ছাড়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, শিডিউল বিপর্যয়ের কারণে রাত ১০টার উপবন এক্সপ্রেস ছেড়েছে সকাল ৭টায়। ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত ছাড়েনি কালনী এক্সপ্রেস।

Comments