নিজ সমর্থকদের দুয়ো শুনে অবাক ডি ব্রুইন

দ্বিতীয় রাউন্ডে ওঠার পর সমর্থক এমন আচরণ মানতে পারছেন না বেলজিয়ামের খেলোয়াড়রা

হার এড়াতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। আর জিতলে তো কথাই নেই। সেখানে কোনো মতে হারই এড়িয়েছে বেলজিয়াম। তাতে নকআউট পর্বে উঠতে পারলেও সমর্থকদের মন ভরাতে পারেননি রেড ডেভিলরা। যে কারণে ম্যাচ শেষে নিজ সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয়েছে তাদের। সমর্থকদের এমন প্রতিক্রিয়ায় অবাক বেলজিয়ান অধিনায়ক কেভিন ডি ব্রুইন।

জার্মানির স্টুটগার্ট অ্যারেনায় বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের 'ই' গ্রুপের ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম। একই সময়ে এই গ্রুপের অপর ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রোমানিয়া। শেষ পর্যন্ত সব দলের পয়েন্ট হয় ৪ করে। গোল ব্যবধান সমান হলেও বেলজিয়ামের চেয়ে একটি বেশি গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় রোমানিয়া। রানার্সআপ হয় বেলজিয়াম। স্লোভিকিয়া হয় তৃতীয়। তাতে কপাল পোড়ে ইউক্রেনের।

তবে নকআউট পর্বে উঠলেও সন্তুষ্ট নন বেলজিয়ান সমর্থকরা। ম্যাচ শেষে যখন সমর্থকদের সাধুবাদ জানাতে হাত নাড়িয়ে তাদের সামনে যান খেলোয়াড়রা, তখন দুয়ো দিতে থাকেন বেলজিয়ান সমর্থকরা। এমন অবস্থায় অবাক হয়ে যান অধিনায়ক ডি ব্রুইন। সঙ্গে সঙ্গে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে চলে যেতেও চেয়েছিলেন। তখন আরও জোড়ে দুয়ো দিতে থাকেন সমর্থকরা। পরে সতীর্থদের এই বিষয়টি এড়িয়ে যেতে বলেন তিনি।

পরে সাংবাদিকরা সমর্থকদের এমন আচরণ নিয়ে ডি ব্রুইনের প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, 'সবকিছুর পরও আমাদের সমর্থকদের প্রয়োজন আছে। এর বেশি এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

তবে তার সতীর্থ জানিক কারাস্কো কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, 'আমরা সমর্থকদের প্রতিক্রিয়া বুঝতে পারিনি। এটা হতাশাজনক। আমরা লকার রুমে চলে যায় কারণ আমাদের কাছে মনে হয়নি এই দুয়ো দেওয়াটা স্বাভাবিক।'

প্রায় একই কথা বলেছেন ডিফেন্ডার ইয়ান ভেরটনগেন, 'আমিই প্রথম সমর্থকদের কাছে যাই কারণ আমরা পরের রাউন্ডে ওঠায় খুশি ছিলাম। হ্যাঁ, জয় না পাওয়ায় হতাশ। কিন্তু কোয়ালিফাই করার পরও দুয়ো শুনা আমার জীবনে প্রথম ঘটল।'

উল্লেখ্য, 'ডি' গ্রুপে দ্বিতীয় হওয়ায় দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে বেলজিয়ানদের। আগামী রোববার ড্যাসেলডার্ফ অ্যারেনায় মোকাবেলা করবে দলদুটি।

Comments

The Daily Star  | English

Bangladeshi expatriates in Lebanon urged to stay safe amid escalating conflict

Bangladesh Embassy in Lebanon has requested Bangladeshi expatriates living in that country to stay safe amid an ongoing war situation there

56m ago