আমাদের গোলবারে একটা পশু ছিল: দি পল

হাসতে হাসতেই গোলরক্ষক এমিলিয়ানোকে পশু বললেন মিডফিল্ডার রদ্রিগো দি পল

আবারও ফুটবল বিশ্ব মেতেছে এমিলিয়ানো মার্তিনেজ বন্দনায়। টাইব্রেকারে কেন তিনি সেরা তা আরও একবার করে দেখালেন এই গোলরক্ষক। তাতে মোটেও বিস্মিত হননি তার সতীর্থরা। মিডফিল্ডার রদ্রিগো দিল পল তো হাসতে হাসতেই বলে দিলেন, 'আমারদের গোলবারে একটা পশু ছিল।'

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে টাইব্রেকারে গড়ানো প্রথম কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। টাইব্রেকারে প্রথম শট মেসি করলেও তার প্রভাব পড়তে দেননি এমিলিয়ানো। আনহেল মিনার প্রথম শট ঠেকানোর পর অ্যালান মিন্দার পরের শটটিও ঠেকিয়ে এগিয়ে দেন এই গোলরক্ষক। সেটাই ফলাফল নির্ধারণ করে দেয় ম্যাচের।

ম্যাচ শেষে এমিলিয়ানোর ভূয়সী প্রশংসা করেন দি পল, 'এল দিবু (এমিলিয়ানো মার্তিনেজ) একটা পশু। সত্যি বলতে কি সে যা করছে তা পাগলামি। সে এটির যোগ্য। সে এই রঙগুলো পরতে পছন্দ করে। সে আমাদের অনেক নিরাপত্তা এবং মানসিক শান্তি এনে দেয়। আমরাও তার জন্য একই কাজ করার চেষ্টা করি কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সে সবসময়ই সেখানে থাকে।'

তবে ম্যাচে এদিন বেশ ভুগেছে আর্জেন্টিনা। শুরুর আধঘণ্টা একক আধিপত্য ছিল ইকুয়েডরেরই। মাঝে আর্জেন্টিনা গুছিয়ে উঠতে পারলেও শেষ দিকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। যোগ করা সময়ে গোলও পায়। পুরো ম্যাচে ছায়া হয়ে থাকা মেসি লক্ষ্যভেদ করতে পারেননি টাইব্রেকারেও।

তবে ম্যাচটি কঠিন হবেই জানতেন দি পল, 'আমরা জানতাম যে ম্যাচটি কঠিন হতে চলেছে। আমরা মাঝ মাঠে বল নিয়ে আরও ভালো খেলতে চাই। যদিও আমাদের সবসময় আত্ম-সমালোচনা করতে হবে, অনেক কিছুই আছে। যা আমাদের খেলা খেলতে দিচ্ছে না এবং যা আমরা করছি। দল এগিয়ে গিয়েছে এবং লক্ষ্যে পৌঁছেছে।'

শেষ পর্যন্ত সেমি-ফাইনালে যেতে পেরে দারুণ খুশি এই অ্যাতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার, 'সবার কাছ থেকে দারুণ প্রচেষ্টা ছিল। আমি আবার সেমিফাইনালে খেলতে পেরে খুব খুশি। শেষ চারটি টুর্নামেন্টে আমরা এই পর্যায়ে পৌঁছেছি, প্রায় শেষ দিন পর্যন্ত। আমি মনে করি আমাদের অর্জিত সবকিছু নিয়ে গর্বিত হতে হবে।'

'ম্যাচের গতিশীলতায়, আপনি যা ঘটছে তার বাইরে দেখতে পাচ্ছেন না। আমি মনে করি আমাদেরও কিছু সুযোগ ছিল এবং তাদেরও কিছু ছিল। এটি একটি সমান সমান ম্যাচ ছিল। তারা আমাদের সঙ্গে একেবারে সমতায় ফিরে, এটা লজ্জাজনক। আমরা ভুগতেই জন্মেছি (হাসি)। কিন্তু আমি মনে করি আজ আবার পুরো দেশ আমাদের সঙ্গে ছিল, আমরা একসঙ্গেই ভুগেছি। তবে গোলবারে আমাদের একটি পশু ছিল,' যোগ করেন দি পল।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

3h ago