জয় দিয়ে কোচকে প্রতিদান দিতে চান কেইন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি তাদের কোচ গ্যারেথ সাউথগেটের জন্য অনন্য মাইলফলকের ম্যাচও। তার অধীনে শততম ম্যাচ খেলতে নামছে ইংলিশরা। আর এই ম্যাচটি জিতে সাউথগেটকে জয় উপহার দিতে চান অধিনায়ক হ্যারি কেইন।

এক ঝাঁক তারকা নিয়ে গঠিত ইংলিশ দল কোয়ার্টার-ফাইনালে উঠলেও সমর্থকদের মন ভরাতে পারেননি তারা। তাতে অনেক সমালোচনার মুখেই পড়েছেন কোচ সাউথগেট। গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে কোনোমতে জয় পাওয়ার পর ডেনমার্ক ও স্লোভেনিয়ার সঙ্গে ড্র করে তারা। আর শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে জয় পায় দলটি।

তবে কোচের এই সকল সমালোচনাকে গায়ে মাখছেন না অধিনায়ক। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি জানি বস মাঝে মাঝে সমালোচনার মুখে পড়বেন, কিন্তু, শেষ পর্যন্ত, গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য করতে আমরা মাঠে রয়েছি। আমরা মনে করি কোচ আমাদের অনেক কিছু দিয়েছেন এবং ইংল্যান্ডের ইতিহাসে আমাদের সবচেয়ে সফল পরিচালকদের একজন।'

'তাই আমাদের সেখানে (সেমি-ফাইনালে) যেতে হবে এবং জয় দিয়ে তার প্রতিদান দিতে হবে। এটি (১০০ ম্যাচ) একটি অবিশ্বাস্য কৃতিত্ব। পরিপ্রেক্ষিতে তার জন্য কিছু করা, আমি মনে করি সে শুধু একটি জয় চাইবে। তাই আশা করছি আমরা জিততে পারব এবং এটাই হবে সেরা উপহার যা সে চাইতে পারে,' যোগ করেন ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ডের সঙ্গে এই বছরেই শেষ হতে যাচ্ছে সাউথগেটের চুক্তি। ধারণা করা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তিনি পদ ছেড়ে দেবেন। এর আগে ২০০০ সালের ইউরোতে থ্রি লায়নদের ফাইনালে তুলেছিলেন তিনি। তাই ফাইনালে ইতালির সঙ্গে টাইব্রেকারে হেরে যায় তার দল।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

9h ago