৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের খবর গুজব: ডিএমপি

DMP-1.jpg
ছবি: সংগৃহীত

শনিবার সকাল থেকে '৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ' এমন একটি পোস্ট ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডির মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে বলা হয়, 'ব্রেকিং নিউজ, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে।'

ফেসবুকে এসব পোস্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেক অভিভাবক।

শিশু নিখোঁজ হওয়ার এই খবরকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, তদন্তে দেখা গেছে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন। নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে। আবার পাওয়া গেলেও তা আর জানানো হয় না।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, 'আমরা শিশু নিখোঁজ হওয়ার কোনো তথ্য পাইনি।'

একই বক্তব্য দেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমও।

এ প্রসঙ্গে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদ উদ্দিন বলেন, '৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য ডিএমপির কাছে নেই।'

তিনি আরও জানান, গত ৪ থেকে ৬ মে পর্যন্ত ৭২ ঘণ্টায় শিশু নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় ৩৩টি জিডি করা হয়েছে। জুন মাসে, ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত ৭২ ঘণ্টায় ৩৬টি জিডি করা হয়েছে। একইভাবে, ৪ থেকে ৬ জুলাই ৭২ ঘণ্টায় ৩২টি জিডি করা হয়।

ডিএমপি অতিরিক্ত কমিশনার আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রচার হওয়া '৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে' এই তথ্য সঠিক নয়।

এছাড়া নিখোঁজ হওয়ার শিশুদের পরবর্তীতে সন্ধান পাওয়া গিয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago