রেললাইন থেকে উদ্ধার ৫ মরদেহের পরিচয় শনাক্ত ছাড়াই দাফন

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে ৫ জনের মরদেহ পাওয়া যায়। ছবি: স্টার

নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে উদ্ধার হওয়া পাঁচ জনের মরদেহ অজ্ঞাত লাশ হিসেবে দাফন করা হয়েছে। ২৪ ঘণ্টা পরও মরদেহগুলোর পরিচয় শনাক্ত না হওয়ায় আজ মঙ্গলবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে তাদের দাফন করা হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, গতরাতে নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশগুলোর ময়নাতদন্ত হয়। সেখান থেকে মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে আনা হয়। দুর্গন্ধের কারণে মরদেহগুলো স্টেশনের কাছাকাছি বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়।

তবে ডিএনএ ও ফরেনসিক টেস্টের জন্য মরদেহগুলো থেকে পরনের কাপড়, মুখের লালা এবং দাত সংগ্রহ করে রাখা হয়েছে।

এর আগে সোমবার সকালে রায়পুরায় রেললাইনের পাশ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা সেদিন ভোর সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে।

তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের আঙ্গুলের ছাপের দিয়েও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করতে নরসিংদীসহ পার্শবর্তী জেলাগুলোতে কাজ করছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ পরিদর্শক (এসআই)  মো. জমির বলেন, পাঁচ মরদেহের কারও আঙুলের ছাপের সঙ্গে কোনো জাতীয় পরিচয়পত্রের যোগসূত্র পাওয়া যায়নি। নিহতরা উদ্বাস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়সও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago