স্পেন বনাম ফ্রান্স: সম্ভাব্য একাদশ

স্পেন না ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ হাসি হাসবেন কারা? শক্তি ও সামর্থ্যের বিচারে দুই দলই সমানে সমান। যদিও সাম্প্রতিক সময়ের শৈল্পিক ফুটবলে কিছুটা এগিয়ে আছে স্পেন। অন্যদিকে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফ্রান্স। তবে ফলাফল ঠিকই পক্ষে গিয়েছে তাদের।

জার্মানির ফুটবল অ্যারেনা মুনশেনে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

ফাইনালে ওঠার লড়াইয়ে এরমধ্যেই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে দলদুটি। একাদশও সাজিয়ে ফেলেছেন দুই কোচ। সেখানে কিছুটা এগিয়ে ফ্রান্স। একাদশে তেমন পরিবর্তন না করলেও চলবে তাদের। অন্যদিকে সেমিফাইনালে প্রথম পছন্দের অন্তত তিন খেলোয়াড় ছাড়াই নামতে হবে স্পেনকে।

জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টনি ক্রুসের চ্যালেঞ্জে হাঁটুতে চোট পাওয়ায় টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রির। তার জায়গায় মাঠে নেমে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেওয়া দানি ওলমো এদিন থাকবেন শুরুর একাদশে। কোয়ার্টার ফাইনালের আরেক নায়ক মিকেল মেরিনো শুরু করতে হচ্ছে বেঞ্চ থেকেই।

এছাড়া নিষেধাজ্ঞার কারণে দানি কারবাহাল এবং রবিন লে নরম্যান্ডকে ছাড়াই নামতে হচ্ছে স্প্যানিশদের। কারবাহালের জায়গায় তাই রাইট-ব্যাক হিসেবে খেলতে নামবেন জেসুস নাভাস। আর নরম্যান্ডের স্থলাভিষিক্ত হবেন নাচো ফার্নান্দেজ। সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল কাদসিয়াতে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার।

ফ্রান্সের দুশ্চিন্তা ভিন্ন। আসরে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল পায়নি দলটি। এবারের আসরে তাই প্রতি ম্যাচেই ভিন্ন অ্যাটাকিং লাইনআপ নিয়ে নেমেছে দলটি। সেমি-ফাইনালেও হতে পারে ভিন্ন। গুঞ্জন রয়েছে এই ম্যাচে আতোঁয়ান গ্রিজমানকে বেঞ্চে রেখে শুরু করতে পারে ফরাসিরা। তার জায়গায় শুরুর একাদশে খেলতে পারেন উসমান দেম্বেলে।

এছাড়া মাঝমাঠেই একটি পরিবর্তন আসছে ফ্রান্সের। শেষ আটের ম্যাচে নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকা আদ্রিয়ান রাবিউত ফিরছেন। ফলে শুরু একাদশে থাকছেন না রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা। মূল স্ট্রাইকার হিসেবে এদিনও খেলার সম্ভাবনা রয়েছে রেন্ডাল কোলো মুয়ানির।

সম্ভাব্য স্পেন একাদশ: উনাই সিমন; জেসুস নাভাস, নাচো ফার্নান্দেজ, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; ফ্যাবিয়ান রুইজ, রদ্রি, দানি ওলমো; লামিনে ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস।

সম্ভাব্য ফ্রান্স একাদশ: মাইক মাইগনান; জুলস কুন্দে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ; আদ্রিয়ান রাবিউত, আরলিয়ান চুয়ামিনি, এনগোলো কান্তে; উসমান দেম্বেলে, রেন্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে।  

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

3h ago