ঢাকার অনেক এলাকার সড়ক এখনো পানির নিচে

সড়কে বৃষ্টির পানি
পুরান ঢাকার বকশিবাজারে গোড়ালি সমান পানি পার হয়েই কাজে বেরিয়েছেন বাসিন্দারা। ছবি: পলাশ খান/স্টার

গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় তিন ঘণ্টা প্রবল বৃষ্টিতে ডুবে যায় অধিকাংশ সড়ক। ২৪ ঘণ্টা পার হলেও ঢাকার অনেক এলাকা এখনো পানিতে ডুবে আছে।

আজ শনিবার সকাল ১১টায় পুরান ঢাকা ও ধানমন্ডির বেশ কয়েকটি এলাকা ঘুরে সেখানকার চিত্র তুলে এনেছেন ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান ও রাশেদ সুমন।

বকশিবাজারে গোড়ালি সমান পানি পার হয়েই কাজে বেরিয়েছেন বাসিন্দারা। ছবি: পলাশ খান/স্টার

পুরান ঢাকার বকশিবাজারে গোড়ালি সমান পানি পার হয়েই কাজে বেরিয়েছেন বাসিন্দারা। পানিতে ডুবে থাকা সড়কের ওপরেই দোকানপাট খুলে ক্রেতার জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা।

নিউ মার্কেটে ভেজা কাপড়, ম্যাট্রেস, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা। ছবি: রাশেদ সুমন/স্টার
নিউ মার্কেটে ভেজা কাপড়, ম্যাট্রেস, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা। ছবি: রাশেদ সুমন/স্টার

এদিকে গতকাল প্রবল বৃষ্টিতে নিউ মার্কেটের অধিকাংশ দোকানের সামগ্রী ভিজে গেছে। আজ সকালে ভেজা কাপড়, ম্যাট্রেস, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা।

এলিফ্যান্ট রোড এলাকায় রাস্তার ওপরেই ভেজা কাপড়, কার্পেট, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা। ছবি: পলাশ খান/স্টার
এলিফ্যান্ট রোড এলাকায় রাস্তার ওপরেই ভেজা কাপড়, কার্পেট, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা। ছবি: পলাশ খান/স্টার

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। এরপরও হালকা বৃষ্টি হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

1h ago