২৬ ঘণ্টা পরও পানির নিচে ঢাবির সলিমুল্লাহ হল এলাকা
মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে গতকাল প্রায় সারাদিন জলমগ্ন ছিল ঢাকার বিভিন্ন এলাকা। বৃষ্টি থামার পর ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও বুয়েটের স্কুল এলাকা পানির নিচে।
জলাবদ্ধতায় নিউ মার্কেটের অধিকাংশ দোকানের সামগ্রী ভিজে গেছে। ভেজা কাপড়, ব্যাগ, জুতা, কারপেট, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা।
আজ শনিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের একাংশ এখনো নোংরা পানিতে সয়লাব হয়ে আছে। এর মধ্যেও জরুরি কাজ সারতে বাসা থেকে বের হচ্ছেন নগরবাসী। চলাচল করতে হচ্ছে নর্দমা থেকে উঠে আসা পানি ভেঙে।
জলাবদ্ধতায় নিউ মার্কেটের অধিকাংশ দোকানের জিনিসপত্র ভিজে গেছে। সকালে ভেজা কাপড়, ম্যাট্রেস, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ীরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Comments