জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০৯৭ কোটি টাকার বাজেট

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ২৬তম বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করেন ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।

এ অর্থবছরের জন্য মোট ২০৯৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রাজস্ব ধরা হয়েছে ৭২১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ১৩৭৫ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড.মশিউর রহমান বলেন, 'আমাদের লক্ষ্য উৎকৃষ্ট শিক্ষা, দর্শন ও সময় উপযোগী মানবসম্পদ সৃষ্টি। এ ছাড়া শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষক, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ, পরিমার্জিত কারিকুলাম, যুগোপযোগী বিষয়সমূহ প্রবর্তন, নতুন নতুন দক্ষতাভিত্তিক কোর্স প্রবর্তন, উচ্চশিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখা।'

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আবুল কালাম আজাদ, শহীদুজ্জামান সরকার, আরমা দত্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়াসহ সিনেট সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Only 5% road crash victims get compensation

Govt creates Tk 225cr fund but complex process leaves majority of victims with no compensation

8h ago