অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ পাকিস্তান শাহিনসের স্কোয়াড ঘোষণা

চারদিনের ম্যাচ খেলতে ইতোমধ্যে মাহমুদুল হাসান জয়রা পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। ডারউইনে আগস্ট থেকে সাদা বলের সিরিজেও খেলবেন তরুণ টাইগাররা। তাদের এক প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়কতের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হারিস।

চারদিনের ম্যাচ খেলতে ইতোমধ্যে মাহমুদুল হাসান জয়রা পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। ডারউইনে আগস্ট থেকে সাদা বলের সিরিজেও খেলবেন তরুণ টাইগাররা। তাদের এক প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়কত্বের  দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হারিস।

পাকিস্তানের মূল দলে আনাগোনা রয়েছে হারিসের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি তার। এবার ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডানহাতি এই ব্যাটার পাকিস্তানের উঠতি ক্রিকেটারদের নেতৃত্ব দিবেন। গত বছর ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের এ দলের অধিনায়কত্বও সামলেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে আয়োজিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন উসমান খান। এই ব্যাটারকেও অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ খেলতে পাঠিয়েছে পাকিস্তান। মূল দল থেকে জায়গা হারানো ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শাহনেওয়াজ ধাহানিও আছেন স্কোয়াডে।

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহিনস দুটি একদিনের ম্যাচ খেলবে। বাংলাদেশ এ দলের বিপক্ষে তারা মাঠে নামবে ৬ আগস্ট। টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। এরপর ৯ আগস্ট থেকে এই দুই দল অংশ নিবে টি-টোয়েন্টি সিরিজে। যে প্রতিযোগিতায় মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস, পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স দলও খেলবে। মোট নয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে ১৬ আগস্ট মাঠে নামবে হারিসের দল। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশিদের অধিনায়কের ভূমিকা পালন করবেন আকবর আলী।

ডারউইন সিরিজে দ্বিতীয়বারের মতো এবার অংশগ্রহণ করবে পাকিস্তান শাহিনস। গতবছর টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পাকিস্তানের দলটিকে হারিয়েছিল এনটি স্ট্রাইক নামের দল। আর ওয়ানডেতে পাকিস্তানের উদীয়মান ক্রিকেটাররা পাপুয়া নিউগিনি ও নর্থান স্ট্রাইকের বিপক্ষে পেয়েছিলেন জয়।

সাদা বলে পাকিস্তান শাহিনস স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আব্দুল ফাসেহ, আরাফাত মিনহাস, আরিফ ইয়াকুব, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক ব্যাটার), মোহাম্মদ ইরফান খান, জাহানদাদ খান, কাশিফ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইমরান জুনিয়র, ওমাইর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, শাহনাওয়াজ ধাহানি, উসমান খান।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago