রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আগুন-ভাঙচুর
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা যখন ভবনে হামলা চালায় তখন অধ্যাপক ড. হাসিবুর রশিদসহ প্রায় ১৫-২০ জন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী ভবনের ভেতরে ছিলেন।
এ সময় পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরে বিজিবি ও রংপুরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কমীরা উপাচার্যসহ শিক্ষকদের উদ্ধার করে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভাঙচুরের সময় ক্যাম্পাসে কোনো পুলিশ ছিল না।
আসাদুজ্জামান মণ্ডল বলেন, সন্ধ্যা ৭টার পর আন্দোলনরত শিক্ষার্থীরা চলে গেলে অবস্থার উন্নতি হয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাসে শাখা ছাত্রলীগের সভাপতির কক্ষে আগুন ধরিয়ে দেয়।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক মাহমুদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপাচার্যের বাসভবনে ঢুকে ভবনের নিচতলা ও একতলায় আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। তারা নিচতলাতেও ভাঙচুর চালায়।'
তিনি বলেন, 'আবু সাঈদ নিহতের ঘটনার পর পুলিশ ক্যাম্পাস ছেড়ে চলে যায়।'
Comments