মিরপুর-১০ পুলিশ বক্সে আগুন: সীমিত হলো মেট্রোরেল চলাচল
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় মেট্রোরেল চলা সীমীত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে দ্য ডেইলি স্টার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'উত্তরা থেকে পল্লবী পর্যন্ত এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। মাঝের চারটি স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ আছে।'
এই স্টেশনগুলো হলো—মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া।
এর আগে রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এসময় একটি পুলিশ বক্সে আগুন লাগানো হয়।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তখন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন।
এরপর শিক্ষার্থীরা আবার সংগঠিত হয়ে ফায়ার সার্ভিসের দিক থেকে মিছিলে নিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে।
Comments