মঙ্গলবার সারাদেশে গ্রেপ্তার ১১০০, সহিংসতার ঘটনায় ঢাকায় ১৩৩ মামলা

ছবি: রাশেদ সুমন/স্টার

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মঙ্গলবার আরও এক হাজার ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সহিংসতার ঘটনায় এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ১৩৩টি মামলা হয়েছে।

এর মধ্যে ২৯টি মামলা বিশ্লেষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১৭টি থানায় দায়ের করা মামলায় ৪৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭৪ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে।

২৪টি মামলায় আসামির সংখ্যা উল্লেখ না করে শুধু 'অনেক অজ্ঞাত আসামি' উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার গ্রেপ্তার এক হাজার ১০০ জনের মধ্যে ৫০৫ জন শুধু ঢাকাতেই গ্রেপ্তার হয়েছে।

এ ছাড়া, চট্টগ্রামে ১০২ জন, বরিশালে ৩৪, দিনাজপুরে ১২, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৫৫, কিশোরগঞ্জে ১২, নরসিংদীতে ৩১, খুলনায় ১৮, মানিকগঞ্জে ৯, সাভারে ১০০, রাজশাহীতে ৭২, নারায়ণগঞ্জে ৮০ ও গাজীপুরে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে গত চার দিনে সারা দেশে অন্তত দুই হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সহিংসতায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ২৮১টি বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং থানা ও ফাঁড়িসহ পুলিশের ২৩৫টি স্থাপনা ভাঙচুর বা পুড়িয়ে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

4h ago