নতুন অধিনায়ক পাচ্ছেন না শ্রীলঙ্কার মূল দুই পেসারকে

চারিথ আসালাঙ্কাকে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক বানিয়েছে শ্রীলঙ্কা

মূল অধিনায়কের অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল চারিথ আসালাঙ্কার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানিন্দু হাসারাঙ্গা অধিনায়কের দায়িত্ব থেকেই অব্যাহতি নিয়ে ফেলেন। এরপর আসালাঙ্কাকেই অধিনায়ক বানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে যদিও তিনি পাচ্ছেন না দলের মূল দুই পেসারকে। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নুয়ান থুশারা ও দুশমন্থা চামিরা।

ডানহাতি পেসার চামিরা টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না। ব্রঙ্কাইটিস ও শ্বাসজনিত সমস্যার কারণে ভারতীয়দের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি দর্শক হয়ে থাকবেন। তার জায়গায় বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আসিথা ফার্নান্দোকে।

অন্যদিকে থুশারা মাঠে নামার প্রস্তুতিই নিচ্ছিলেন। বুধবার ফিল্ডিং সেশনে হাতের আঙুল ভেঙে ফেলেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্লিঙ্গি অ্যাকশনের এই পেসারের খেলা হচ্ছে না তাই। ডানহাতি বোলার বাম হাতে চোট পেলেও সেটি তার অনুপস্থিতির জন্য যথেষ্ট গুরুতরই। ২৭ জুলাই থেকে শুরু হওয়া সিরিজে তার না থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ম্যানেজার মাহিন্দু হালানগোডা।

সম্প্রতি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হিসেবে পরিণত হয়েছেন থুশারা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লঙ্কান তিন ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। থুশারার জায়গায় বদলি খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা। দিলশান মাদুশঙ্কা এক্ষেত্রে পেতে পারেন সুযোগ।

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে লঙ্কানদের নতুন অধিনায়ক-কোচ জুটির যাত্রা শুরু হবে। অধিনায়ক আসালাঙ্কা প্রধান কোচ হিসেবে পাচ্ছেন কিংবদন্তি সনাথ জয়সুরিয়াকে। যদিও আসন্ন দুটি সিরিজের জন্যই শুধু জয়সুরিয়াকে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

ভারতের বিপক্ষে পাল্লেকেলেতেই তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। তাদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফিরেছেন অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল ও কুসল পেরেরা। প্রথমবার ডাক পেয়েছেন ২১ বছর বয়সী চামিন্দু বিক্রমাসিংহে। ১৬ জনের স্কোয়াড থেকে চোটে পড়ে ছিটকে গেছেন চামিরা ও থুশারা। বদলি হিসেবে এসেছেন আসিথা। আরেক বদলির নাম এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago