সূর্যকুমার, জয়সওয়ালদের ঝড়ের পর পরাগের ঝলকে জিতল ভারত

যশভি জয়সওয়াল, শুভমান গিল মিলে শুরু করেন ঝড়ো শুরু। পরে অধিনায়ক  সূর্যকুমার যাদবের ফিফটি ও রিশভ পান্তের ব্যাটে দুইশো ছাড়ানো পুঁজি পায় ভারত। রান তাড়ায় পাথুম নিশানকা জেতার আভাস তৈরি করলেও রিয়ান পরাগের ৮ বলের স্পেলে জয় তুলেছে ভারত।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ২১৩ রান করে সফরকারীরা। জবাবে ১৭০ রানে আটকে যায় লঙ্কানরা।

২১৫ রানের বড় লক্ষ্যে দারুণ শুরু পেয়েছিলো শ্রীলঙ্কা। দুই ওপেনার নিশানকা ও কুশল মেন্ডিস মিলে ওভারপ্রতি দশের উপর রান আনছিলেন। ২৭ বলে ৪৫ করার পর এই জুটি ভাঙেন আর্শদিপ সিং।

নিশানকা চালিয়ে যেতে থাকেন। বড় রান তাড়ার অবস্থা তিনি তৈরি করে ফেলেছিলেন। ১৫তম ওভারে ৪৮ বলে ৭৯ করা ডানহাতি ওপেনার বোল্ড হল আকসার প্যাটেলের বলে।

এরপর একটা ধস নামে লঙ্কান ইনিংসে। যদিও শেষ চার ওভারে ৫৪ রানের একটা নাগালে থাকা সমীকরণ ছিলো। ১৭তম ওভারে এসে কামিন্দু মেন্ডিসকে আউট করেন পরাগ। ওই ওভারের প্রথম বলে রান আউট হন দাসুন শানাকা। রান আসে কেবল ১।

আর পেরে উঠেনি শ্রীলঙ্কা। পরাগ তার পরের ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে মুড়ে দেন লঙ্কান ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে জয়সওয়াল-গিল জুটি পাওয়ার প্লের মধ্যেই ভারতকে নিয়ে যায় ৭৪ রানে। ১৬ বলে ৩৪ করে গিল ও ২১ বলে ৪০ করে থামেন জয়সওয়াল। এরপরের দুই ব্যাটার সূর্যকুমার আর পান্তও চালাতে থাকেন একই গতিতে। ২৬ বলে ২ ছক্কা, ৮ চারে সূর্যকুমারের ব্যাট থেকে আসে ৫৮ রান। ৩৩ বলে ৪৯ রান করেন পান্ত। হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগরা না পারলেও আকসার প্যাটেলের ৫ বলে ১০ রানে দুইশো ছাড়িয়ে নিরাপদ ভিত পায় ভারত, যা নিয়ে জয় তুলে নেয় অনায়াসে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago