‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক-মুমিনুল!
দুজনেই সাবেক টেস্ট অধিনায়ক। বর্তমান স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে অভিজ্ঞও মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তারা কিনা এবার খেলতে পারেন 'এ' দলের হয়ে! প্রস্তুতি ঘাটতি পূরণ করতে এমন একটা উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি।
অগাস্ট জাতীয় দলের পাকিস্তান সফরের আগে 'এ' দল যাবে দেশটিতে দুটি চারদিনের ম্যাচ খেলতে। বিসিবি সূত্রে জানা গেছে 'এ' দলের স্কোয়াডে থাকবেন মুশফিক ও মুমিনুল। তারা ছাড়াও জাতীয় দলের নিয়মিত আরও একাধিক তারকাকে 'এ' দলে দেখা যেতে পারে।
মুমিনুল খেলেন কেবল টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট না থাকলে লম্বা গ্যাপ পড়ে যায় তার। মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় চলতি বছর লম্বা সময় ধরে আছেন বাইরে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি।
জানা গেছে, তাদের ঘাটতি পূরণে 'এ' দলে রাখা হচ্ছে। আগামী ৬ অগাস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ 'এ' দল। সেখানে তারা খেলবে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এইচপি স্কোয়াডের কয়েকজনও থাকতে পারেন 'এ' দলে।
১৭ অগাস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাবে জাতীয় দল। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডি ও ৩০ অগাস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ - পাকিস্তান। 'এ' দলের হয়ে পাকিস্তান গেলে জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ শেষ করে ফিরবেন মুশফিক-মুমিনুল।
Comments