বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগে নিন্দা জানিয়েছে ইইউ

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ফাইল ছবি: রয়টার্স
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ফাইল ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে 'মাত্রাতিরিক্ত বল প্রয়োগের' নিন্দা জানিয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২০৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

বোরেল এক বিবৃতিতে বলেন, 'বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে।'

তিনি আরও দাবি করেন, মৌলিক অধিকারের প্রতি 'পুরোপুরি শ্রদ্ধা' বজায় রাখতে হবে।

 

Comments

The Daily Star  | English

Most banks fail to finalise annual financial reports

BB seeks govt approval to extend deadline

3h ago