শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও বিচার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

আগামীকাল ১ আগস্ট সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সঙ্গে পুলিশের অসদাচারণ এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

একইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তারা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলে, 'বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার এই ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রতি এক চরম আঘাত। আমরা বারবার দেখছি, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও স্বাধীন মতপ্রকাশের অধিকারের তোয়াক্কা সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনীগুলো মোটেও করছে না। তাদের বর্বরোচিত জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ যখন ক্ষোভে উত্তাল, তখন সেই ক্ষোভ প্রশমনে সরকার বাহিনীগুলোর মাধ্যমে দমন-পীড়ন, ব্লকরেইড, বাসাবাড়ি থেকে শিক্ষার্থীদের বেনামে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালে শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষকরা এগিয়ে এলে তাদের ওপরেও হামলা করা হয়েছে।'

'এই হত্যাকাণ্ডের বিচার, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও শিক্ষকদের ওপর হামলা ও পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর স্বাধীন মতপ্রকাশের অধিকার দমিয়ে রাখার প্রতিবাদে আগামীকাল ১ আগস্ট সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক', সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে আরও বলা হয়, গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার দায়ে হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে আগামী ২ আগস্ট বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থী-জনতার শোকযাত্রার আহ্বান করা হয়েছে। এই সমাবেশে সভাপতিত্ব করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। উপস্থিত থাকবেন শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই প্রতিবাদী আয়োজনে সংহতি জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরাও অংশগ্রহণ করবেন৷

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago