সরাসরি

অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকার গঠন হবে
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: টেলিভিশন থেকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে 'লংমার্চ ঢাকা' কর্মসূচি পালন করা হচ্ছে। সারা দেশ থেকে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন সর্বশেষ অবস্থা।

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। গণভবনে ঢুকে পরেছে লাখো মানুষ।

ঢাকার যাত্রাবাড়ি-কাজলা এলাকা থেকে চারটি ও ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকা থেকে দুটি মরদেহ আনা হয়েছে ঢামেক হাসপাতালে। সাভারে নিহত হয়েছেন একজন

০৫ আগস্ট ২০২৪
০৪:১০ অপরাহ্ন

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে।

আজ বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি দেশবাসীকে দেশে আইন শৃখ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সব হত্যার বিচার হবে।

০৫ আগস্ট ২০২৪
০৩:০০ অপরাহ্ন

গণভবনে ঢুকে পরেছেন হাজারো মানুষ

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পরেছেন হাজারো মানুষ।

আজ সোমবার দুপুর আড়াইটার পর থেকেই তারা গণভবনে ঢুকতে শুরু করেন।

গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোনকে নিয়ে ঢাকা ছেড়েছেন।

০৫ আগস্ট ২০২৪
০২:১০ অপরাহ্ন

মিরপুর ১০ থেকে ফার্মগেটের দিকে হাজারো ছাত্র-জনতার মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়ে ফার্মগেটের দিকে এগিয়ে আসছে।

০৫ আগস্ট ২০২৪
০২:১০ অপরাহ্ন

সাভারে গুলিতে নিহত ১ জন, সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৪

ঢাকার সাভারের বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া, আরও চারজন গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

০৫ আগস্ট ২০২৪
০২:০৫ অপরাহ্ন

ব্যারিকেড ভেঙে শাহবাগে হাজারো ছাত্র-জনতার অবস্থান

কারফিউয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আহূত 'মার্চ টু ঢাকা' কর্মসূচির সমর্থনে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা।

আজ সোমবার দুপুর ১টার দিকে আজিজ মার্কেট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের দিক থেকে কয়েক হাজার মানুষের দুটি বড় মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আবস্থান নেন।

০৫ আগস্ট ২০২৪
০১:৪৫ অপরাহ্ন

ঢাকায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত কমপক্ষে ৬

রাজধানীর যাত্রাবাড়ি-কাজলায় ও ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকায় এক দফা দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে।

সংঘর্ষে নিহত ছয়জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় ঢাকা মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চারটি মরদেহ আনা হয়েছে যাত্রাবাড়ি-কাজলা এলাকা থেকে ও দুটি মরদেহ আনা হয়েছে ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকা থেকে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ছয়জনের মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।

০৫ আগস্ট ২০২৪
০১:৪০ অপরাহ্ন

জাবি থেকে ঢাকামুখি লংমার্চ সাভার বাসস্ট্যান্ড পৌঁছেছে

লংমার্চের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একত্রিত হওয়া ছাত্র-জনতা ঢাকা অভিমূখে রওনা দিয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে তারা সাভার বাসস্ট্যান্ট এলাকায় পৌঁছেছে।

০৫ আগস্ট ২০২৪
০১:৩৮ অপরাহ্ন

দুপুর ২টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার দুপুর ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সে সময় পর্যন্ত জনসাধারণকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।

০৫ আগস্ট ২০২৪
১১:২১ পূর্বাহ্ন

জাবিতে জড়ো হচ্ছে ছাত্র-জনতা, সাভারে টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে আজকের কর্মসূচি ‘ঢাকা লংমার্চে’ অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একত্রিত হচ্ছে ছাত্র-জনতা।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা সমন্বয়ক আব্দুর রশিদ জিতু জানান, কিছু সময় পরই তারা সেখান থেকে ঢাকা অভিমুখে রওয়ানা হবেন।

আজ সকাল পৌনে ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে।

Comments

The Daily Star  | English
BNP's stance on president removal in Bangladesh

BNP for polls roadmap in 2 to 3 months

Unless the interim government issues a roadmap to the next election in two to three months, the BNP may take to the streets in March or April next year, say top leaders of the party.

6h ago