হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি কোথায়?

হাসিনাকে বহনকারী উড়োজাহাজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ তাকে নিয়ে ভারতের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসিনাকে বহন করছে একটি লকহিড সি-১৩০জে হারকিউলিস মডেলের উড়োজাহাজ।

লাইভ এয়ার ট্রাফিকের ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪-এর তথ্য অনুসারে, বিকেল ৫টা ২২ মিনিটে উড়োজাহাজটি ভারতের উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার আকাশ অতিক্রম করছিল। সাড়ে ৫টার দিকে উড়োজাহাজটি লখৌর কাছাকাছি ছিল।

উড়োজাহাজটি যশোর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। 

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, হাসিনা শিগগির নয়াদিল্লিতে পৌঁছাবেন। তবে, তিনি ভারতে থাকার সম্ভাবনা কম। দিল্লি থেকে তিনি লন্ডনে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago