যশোরে এমপি শাহীন চাকলাদারের আবাসিক হোটেলে আগুন, নিহত ৮

‘আটজনই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দগ্ধ ২৪ জনকে ভর্তি নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারের আবাসিক হোটেলে আগুন, নিহত ৮
যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারের আবাসিক হোটেলে অগ্নি সংযোগ | ছবি: সংগৃহীত

যশোরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এতে অন্তত আটজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—চয়ন (২০) ও সেজান হোসেন (১৯)।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আটজনই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দগ্ধ ২৪ জনকে ভর্তি নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।'

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে আজ সোমবার বিকেলে যশোর শহরের চিত্রা মোড়, চৌরাস্তা মোড়, দড়াটানা মোড়ে জড়ো হয়ে হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করছিলেন।

সে সময় একটি দল জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

অন্য দিকে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়।

এছাড়া, যশোরের শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আ. রহিম সর্দার ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেনের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

Comments

The Daily Star  | English

WB agrees to provide budget support to Bangladesh, says Salehuddin

The WB has agreed to provide budget support to Bangladesh to address its economic challenges, largely stemming from declining foreign exchange reserves, Finance and Commerce Adviser Salehuddin Ahmed said today.

2h ago