৫ ঘণ্টা ধরে উত্তরা পূর্ব থানা ঘেরাও, নিহত বেড়ে ১৩

ছবি: শাহীন মোল্লা/স্টার

৫ ঘণ্টা ধরে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় থানা থেকে অনবরত ছুড়তে থাকা রাবার বুলেট ও গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

ঘটনাস্থল থেকে আজ সোমবার রাত ৯টায় আমাদের প্রতিবেদক জানিয়েছেন, বিকেল ৪টা থেকে শত শত বিক্ষুব্ধ জনতা থানা ঘিরে রেখেছে। থানার ছাদ থেকে সিভিল ড্রেসে ২ জনকে রাবার বুলেট ও গুলি চালাতে দেখা গেছে অনবরত। তবে এক পর্যায়ে সেখান থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। এরমধ্যে অনেক মানুষ থানার ভেতর ঢুকে পড়ছেন। থানায় বিভিন্ন জিনিস লুটপাট চলেছে, দেয়াল ভাঙচুর চলেছে।

পুলিশকে উদ্ধার করতে এক পর্যায়ে সেনাবাহিনীর চারটি গাড়ি আসে ঘটনাস্থলে। পরে ফিরে যায় গাড়িগুলো।

উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১৩ জনের মরদেহ আছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরার বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

 

Comments