টাকা-ডলার-স্বর্ণসহ পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শিক্ষার্থীদের হাতে আটক

পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ। ছবি: টিটু দাস/স্টার

বরিশালে ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি স্বর্ণালংকারসহ শিক্ষার্থীদের কাছে আটক হয়েছেন গণপূর্ত বিভাগের এক নির্বাহী প্রকৌশলী।

আজ বৃহস্পতিবার রাতে আটক পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা নির্বাহী প্রকৌশলীর গাড়ি তল্লাশি করে নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি স্বর্ণালংকার পায়। ছবি: টিটু দাস/স্টার

ওসি জানান, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বৃহস্পতিবার রাতে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। বরিশাল নগরীর চৌমাথায় সড়ক শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে তিনি আটক হন। 

পরে সেনাবাহিনীর সদস্যদের কাছে নেওয়া হলে তাকে কোতয়ালী থানায় টাকাসহ হস্তান্তর করা হয়।

পুলিশ পরে তাকে পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক সোমা সরকারের কাছে হস্তান্তর করে।

সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা বিএনসিসি সদস্য শাকিল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'তাকে টাকা, ডলার, অলংকার ও ব্যাংক চেকসহ পাই। আমরা বিষয়টি সেনাবাহিনীর টহল টিমকে জানাই।'

ওসি মোস্তাফিজুর জানান, নির্বাহী প্রকৌশলী টাকা, ডলারের সঠিক পরিমাণ ও উৎসের প্রমাণ দিতে পারেননি।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago