বাংলাদেশ প্রসঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জয়শঙ্কর ও যুক্তরাজ্যের ডেভিড ল্যামি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ফাইল ছবি/কোলাজ: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ফাইল ছবি/কোলাজ: সংগৃহীত

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইছেন। এ পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, তারা ফোনকলে বাংলাদেশ ও সার্বিক ভাবে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মাঝে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়েছে কী না, তা নিশ্চিত করেনি ভারতীয় গণমাধ্যমগুলো।

পোস্টে জয়শঙ্কর বলেন, 'যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি। আমরা বাংলাদেশ ও পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন।

শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করবেন না ভিন্ন কোনো জায়গায় চলে যাবেন, তা এখনো নিশ্চিত নয়। তার সম্ভাব্য গন্তব্যের তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নামও শোনা যাচ্ছে।

বুধবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা এখনো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এবং এ ধরনের সব সংবাদ 'গুজব।'

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা জয় আরও জানান, তার মা আগামী কিছুদিন দিল্লিতেই থাকবেন।

'এগুলো সবই গুজব। তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি দিল্লিতে আরও কিছুদিন থাকবেন', যোগ করেন জয়।

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা ভালো আছেন এবং দিল্লিতে অবস্থান করছেন। আমার বোন (সায়মা ওয়াজেদ) তার সঙ্গে আছে। আমার বোন দিল্লিতেই থাকেন। তিনি (হাসিনা) ভালো আছেন, কিন্তু খুবই হতাশাগ্রস্ত।'

এর মাঝে শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এক্সে পোস্ট করে জানান, 'নিজের দেশ, ভালোবাসার দেশে এতো মানুষের প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। এই সঙ্কটাপন্ন সময়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, তাকে আলিঙ্গন করতে পারছি না, এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে।'

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago