বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করুন: কংগ্রেস

কংগ্রেসের যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ । ফাইল ছবি: স্টেটসম্যান
কংগ্রেসের যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ । ফাইল ছবি: স্টেটসম্যান

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস শনিবার বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার দেশটির ক্ষমতাসীন দল বিজেপি প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর 'অবর্ণনীয়' নির্যাতনের বিষয়ে চুপ থাকার জন্য বিরোধীদলগুলোর সমালোচনা করে।

কংগ্রেসের যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে উল্লেখ করেন, 'বাংলাদেশের প্রভাবশালী মানুষেরা সকল জাত-ধর্ম-বর্ণের ঐতিহ্য রক্ষার আহ্বানে সরব হয়েছেন। কিন্তু একইসঙ্গে কংগ্রেস সংখ্যালঘু জনগোষ্ঠী, তাদের সম্পত্তি ও উপাসনার জায়গাগুলোতে সুনির্দিষ্ট হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করছে।'

'কংগ্রেস আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে আত্মবিশ্বাসী করে তুলতে বলিষ্ঠ উদ্যোগ নেবে এবং তারা যাতে নিরাপত্তা, সম্মান ও সম্প্রীতির মাঝে জীবনযাপন করতে পারে, তা নিশ্চিত করবে', যোগ করেন রমেশ।

শুক্রবার বিজেপি উল্লেখ করে, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন বিষয়ে বিরোধী দলের নীরবতা 'দুর্ভাগ্যজনক'।

 

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

39m ago