বাস্কেটবলে সোনা জিতে সবার উপরে যুক্তরাষ্ট্র

বেইজিং অলিম্পিকের পর আবার শীর্ষে থেকে শেষ করার দারুণ সুযোগ ছিল চীনের। কিন্তু শেষ দিনে তা হতে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে মেয়েদের বাস্কেটবলে স্বর্ণপদক জিতে নিয়েছে দলটি। ফলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেই আসর শেষ করে মার্কিনীরা।

বের্সি অ্যারেনায় রোববার মেয়েদের বাস্কেটবলে অবশ্য যুক্তরাষ্ট্রর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে স্বাগতিক ফ্রান্স। মাত্র এক পয়েন্ট ব্যবধানে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। ৬৭-৬৬ পয়েন্টে জিতে টানা আটবার এ ইভেন্টে স্বর্ণ নিশ্চিত করে মার্কিন মেয়েরা।

এই জয়ে চীনের সমান ৪০টি সোনা হয় যুক্তরাষ্ট্রের। তবে রুপা ও ব্রোঞ্জে এগিয়ে থাকায় প্রথম হয় তারাই। সবমিলিয়ে ১২৬টি পদক নিয়ে যুক্তরাষ্ট্রের। সোনা সমান হলেও চীনের পদক সবমিলিয়ে ৯১টি। ২০টি সোনা নিয়ে তৃতীয় হয়েছেন জাপান। মোট ৪৫টি পদক তাদের। অস্ট্রেলিয়া চতুর্থ ও স্বাগতিক ফ্রান্স পঞ্চম হয়েছে।

পদক তালিকা

ক্রম দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
যুক্তরাষ্ট্র ৪০ ৪৪ ৪২ ১২৬
চীন ৪০ ২৭ ২৪ ৯১
জাপান ২০ ১২ ১৩ ৪৫
অস্ট্রেলিয়া ১৮ ১৯ ১৬ ৫৩
ফ্রান্স ১৬ ২৬ ২২ ৬৪

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago