২৮ দিন পর চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল

গণআন্দোলন চলাকালে সহিংসতার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ঢাকা ডিভিশন) শাহ আলম কিরণ শিশির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আজ দুপুর ১টার দিকে ঢাকা-নেত্রকোণা রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলবে। এর মধ্য দিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।'

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৮ জুলাই থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করা হয়।

সে সময় কেবল হাসপাতাল ও জরুরি সেবা চালু থাকে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। সে সময় কিছু কিছু জায়গায় ট্রেন চলাচল বন্ধ ছিল। সহিংসতার পরিপ্রেক্ষিতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে গত ১২ আগস্ট মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। গতকাল থেকে স্বাভাবিক হয় মেইল ও কমিউটার ট্রেন চলাচল।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

2h ago