সাবেক আইজিপি মামুনসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টার অভিযোগ এনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা আইনজীবী সমিতির একাংশকে হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির হান্নান ভূঁইয়া।

মামলার আসামিদের মধ্যে আছেন--ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি (প্রসিকিউশন) আনিসুর রহমান, সাবেক উপকমিশনার (লালবাগ জোন) জাফর হোসেন, সাবেক এডিসি (কোতোয়ালি জোন) মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এসি (কোতোয়ালি) শাহিনুল রহমান ও সাবেক কোতোয়ালি ওসি শাহিনুর রহমান।

শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১২ সেপ্টেম্বর 'ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট অব ঢাকা বার অ্যাসোসিয়েশন ইউনিট'-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা জেলা জজ আদালত সংলগ্ন প্রধান সড়কের সামনে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং তাদের নির্দয়ভাবে মারধর করা হয়। এতে কয়েকজন আইনজীবী আহত হন।

অভিযোগকারীও ওই হামলায় আহত হয়েছেন বলে জানান।

Comments

The Daily Star  | English

‘Reforms not going beyond report writing’

Chairmen and members of several reform commissions yesterday voiced frustration over the lack of visible progress, more than a year after the interim government took office.

9h ago