বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা জানিয়েছেন, ‘কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।’
বন্যা
মো. নাহিদ ইসলাম। ছবি: টেলিভিশন থেকে নেওয়া/ফাইল ফটো

বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো 'বিদ্যমান বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্কের সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি সম্পর্কিত তথ্য' সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্য উপদেষ্টা জানিয়েছেন, 'কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।'

'কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে' উল্লেখ করে এতে আরও বলা হয়, 'জেনারেটর ব্যবহার করা হচ্ছে৷ নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি VSAT প্রস্তুত আছে।'

'সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে' বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে হয়েছে।

Comments

The Daily Star  | English

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

2h ago