শক্তি প্লাস নিয়ে এলো ফর্টিফায়েড টক দই

শিশুদের পুষ্টি প্রদানের লক্ষ্যে এক যুগ ধরে নানাবিধ পুষ্টিকর পণ্য বাজারজাতকারী শক্তি প্লাস বাজারে এনেছে ফর্টিফায়েড টক দই।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়দের প্রয়োজনীয় পুষ্টি প্রাপ্তি সহজলভ্য করার জন্য এই দই বাজারে এনেছে তারা। এই দই ২৫ টাকা দামের ছোট কাপে পাওয়া যাবে।

এ বিষয়ে শক্তি প্লাস-এর ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ বলেন, 'নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি প্লাস টক দই বাজারে এনেছি, যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারেন।'

শক্তি প্লাস-এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, 'সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি প্লাস-এর ফর্টিফায়েড টক দইটি সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান—আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ—এবং দুধের সকল পুষ্টি ও টক দইয়ের প্রোবায়োটিক।'

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে, বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়ায় তৈরি হচ্ছে শক্তি প্লাস-এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রামের টক দইটি থাকলেও, ভোক্তাদের প্রয়োজন ছোট কাপ আনা হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা ও ঢাকার আশেপাশের অঞ্চলে রিটেইল ও সুপারশপ এবং বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় পাওয়া যাবে।

এ ছাড়া, ঢাকা থেকে https://www.grameendanone.net/#yogurts লিংকে গিয়ে অর্ডার করে ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পাওয়া যাবে।

শক্তি প্লাস গ্রামীণ ড্যানোন ফুডস-এর একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত। এটি একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ, যা ২০০৬ সালে চালু হয়।

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'He did not say he was leaving'

2h ago