সরকার সর্বশক্তি দিয়ে বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে চায়: শারমিন মুরশিদ

শারমিন মুরশিদ। ছবি: সংগৃহীত

সরকার সর্বশক্তি দিয়ে বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার বিকেলে নোয়াখালী সরকারি মহিলা কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে জরুরি ত্রাণ ও নগদ টাকা বিতরণ শেষে কলেজ মিলনায়তনে তিনি এ কথা জানান।

শারমিন মুরশিদ বলেন, আমাদের কমিটমেন্ট ও ইচ্ছের কোনো ঘাটতি নেই। আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। প্রত্যেকটা জেলায় জেলায় তরুণ এই ছেলে-মেয়েরা একত্রিত হয়ে বন্যার্তদের জন্য  অর্থের যোগান দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে। সমালোচনা না করে তাদের পাশে দাঁড়ান, যেন আমরা সর্বশক্তি দিয়ে এ বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে চেয়েছে, আমরা তার টিম হয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের একটাই কাজ, শান্তি ফিরিয়ে আনা, পরিবেশ ঠিক করা এবং একটি সুষ্ঠু সংস্কার ও মেরামতের মধ্য দিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেন আমরা আবার গণতন্ত্রের মধ্যে ফিরে যেতে পারি এবং কাঙ্ক্ষিত নির্বাচন দিতে পারি। ১৫ দিনের মাথায় যদি কেউ বলেন, সংস্কার দেন, তাহলে সেটি কি দিতে পারব? ১৫, ১৬ কিংবা ২০ বছরের একটি জঞ্জাল আমরা কি দুইদিনের মধ্যে শেষ করতে পারব? ধৈর্য ধরতে হবে, শত শত কোটি চোখ আমাদের ওপর নজর রাখুন। আমরা আপনাদের প্রতিনিধি হয়ে এসেছি।

সেই সময় বাংলাদেশ সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খাইরুল আনম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. ছরোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Most banks fail to finalise annual financial reports

BB seeks govt approval to extend deadline

3h ago