ট্রাম্পের প্রচারণায় অনুমতি ছাড়াই অ্যাবার গান ব্যবহারে আপত্তি

ডোনাল্ড ট্রাম্প ও সুইডিশ ব্যান্ড অ্যাবা। কোলাজ ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও সুইডিশ ব্যান্ড অ্যাবা। কোলাজ ছবি: সংগৃহীত

সুইডেনের পপ ব্যান্ড অ্যাবার রেকর্ড লেবেল ইউনিভার্সাল মিউজিক। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা সংস্থাকে এ বিষয়ে আপত্তি জানিয়ে নোটিস দিয়েছে ইউনিভার্সাল মিউজিক। তাতে বলা হয়েছে, ট্রাম্পের প্রচারে অ্যাবার গান ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে ব্যান্ডটি।

সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানেও অ্যাবার গান ব্যবহার করা হয়েছে। দ্রুত ওই ভিডিওটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই নোটিসে।

সম্প্রতি সুইডেনের একটি স্থানীয় পত্রিকা ট্রাম্পের প্রচারণায় অ্যাবার গান ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপরই এই উদ্যোগ নিলেন ব্যান্ডের সদস্যরা।

ইউনিভার্সাল মিউজিক জানিয়েছে, এই গানগুলোর ব্যবহারে ব্যান্ড বা তাদের কাছ থেকে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। ট্রাম্পের প্রচারে এখনো পর্যন্ত অ্যাবার জনপ্রিয় গান 'দ্য উইনার টেকস ইট অল', 'মানি মানি মানি' ও 'ড্যান্সিং কুইন' ব্যবহার করা হয়েছে।

৮০র দশকে অ্যাবা। ছবি: অ্যাবার ওয়েবসাইট থেকে সংগৃহীত
৮০র দশকে অ্যাবা। ছবি: অ্যাবার ওয়েবসাইট থেকে সংগৃহীত

অ্যাবা ব্যান্ডের সদস্যরা ব্যক্তিগতভাবে এ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

তবে তারা জানিয়েছেন, ইউনিভার্সাল মিউজিকের বক্তব্য তারা সমর্থন করেন।

এই প্রথম নয়, এর আগেও রোলিং স্টোনস, গানস অ্যান্ড রোজেস, রিহানা, টম পেটি, ভিলেজ পিপল ও দ্য হোয়াইট স্ট্রাইপের মতো একাধিক ব্যান্ড এবং শিল্পি ট্রাম্পের প্রচারণায় তাদের গান ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন।

ট্রাম্পের প্রচারণায় বিনা অনুমতিতে অ্যাবার এই গানটিসহ আরও দুইটি গান ব্যবহার হয়েছে।

এবার সেই দলে যোগ হলো অ্যাবা।

রয়টার্স, এপি

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago