আদালত নির্দেশ দিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

দেশের বিচার বিভাগ থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'আমাকে দেশের আইন-আদালত যদি তাকে (শেখ হাসিনা) ফেরত আনার ব্যবস্থা করতে বলে, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।'

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, 'তবে ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। তবে সে দেশেও লিগ্যাল প্রসেস (আইনি প্রক্রিয়া) আছে এবং সে অনুযায়ী ফেরত আনার চেষ্টা করতে হবে।'

শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কী হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন। তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।'

বাংলাদেশে ভারতীয় ঠিকাদারদের পরিচালিত প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'দেখুন এটা তো অনস্বীকার্য যে, কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পর (দেশে) একটু অস্থিরতা থাকতেই পারে। আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু সমস্যা ছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব নরমাল (স্বাভাবিক) হয়ে আসবে। তারাও (ভারতীয়রাও) আসবেন, কারণ যে প্রজেক্টগুলো (প্রকল্প) চলমান আছে সেগুলোতো আমাদের শেষ করতে হবে।'

তিনি বলেন, 'আমার মনে হয় ভারতীয়রা এক ধরনের ভীতির মধ্যে আছেন। এ ভীতি থেকে তারা নিশ্চয় বেরিয়ে আসতে পারবেন।'

ভারতের সঙ্গে হওয়া বিগত সরকা‌রের সবশেষ সম‌য়ে করা সম‌ঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না জানতে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, 'এমওইউ চূড়ান্ত চুক্তি নয়। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি আমরা দেখতেই পারি। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তা-ই করব।'

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না- এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন; সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।'

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

18m ago