ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার!

সাম্প্রতিক সময়ে যে কয়জন তরুণ খেলোয়াড় ফুটবল বিশ্বে নজর কেড়েছেন তাদের মধ্যে লামিনে ইয়ামাল অন্যতম। লা মাসিয়া থেকে উঠে আসা এই বিস্ময় বালক এরমধ্যেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে বার্সেলোনার প্রাণভোমরা এই তরুণ। তাকে মুখিয়ে রয়েছে অনেক নামীদামী ক্লাবই।

এমনকি ইয়ামালকে পাওয়ার জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দেওয়া হয়েছে। সম্প্রতি এমন দাবিই করেছেন দানি ওলমো, আলভারো মোরাতা এবং নাচো ফার্নান্দেজের এজেন্ট অ্যান্ডি বারা। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর সঙ্গে ভালো সম্পর্ক থাকায় ভেতরের অনেক খবরই জানেন। এবার ওলমোকে বার্সায় ফিরিয়ে আনায় অন্যতম ভূমিকা পালন করেন তিনিই।

বারার দাবি অনুযায়ী, ২০২৪ এর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। আর্থিক দুরবস্থার এই সময় বার্সেলোনা তাদের প্রস্তাব মেনে নিবে বলেও আত্মবিশ্বাসী ছিল ফরাসি ক্লাবটি। কিন্তু তাদের প্রস্তাব নাকচ করে দেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা। 

সম্প্রতি পডকাস্ট ইনকুবেটরে দেওয়া এক সাক্ষাৎকারে বারা বলেছেন, 'একটি জিনিস আমি নিশ্চিতভাবে জানি যে বার্সেলোনা কয়েক মাস আগে পিএসজির কাছ থেকে লামিন ইয়ামালের জন্য একটি বড় প্রস্তাব পেয়েছিল, যা তারা প্রত্যাখ্যান করেছিল। চুক্তিটির মূল্য ছিল প্রায় ২৫০ মিলিয়ন ইউরো।'

মাত্র ১৫ বছর বয়সেই লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল মূল দলে আলো ছড়ান। অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যান মূল দলের নিয়মিত সদস্য। লিওনেল মেসি দল ছাড়ার পর বড় কোনো সাফল্যের খোঁজে থাকা বার্সা ইয়ামালদের মতো তরুণদের উত্থানে এবার ভালো কিছু প্রত্যাশা করছে। তাই তাকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজী নয় কাতালান ক্লাবটি।

এদিকে ইয়ামালও বার্সেলোনা ছাড়তে নারাজ। বার্সেলোনার কিংবদন্তি হওয়ার লক্ষ্যে গত সপ্তাহে ১৭ বছর বয়সী এই তরুণ এই ক্লাবটি কখনোই ছেড়ে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। তবে ফুটবলে এমন রূপকথার গল্পগুলো খুব কমই ফলপ্রসূ হয়। এখন দেখার বিষয় ইয়ামাল তার স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারেন কিনা।

Comments

The Daily Star  | English

Govt bans AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

16m ago