চেন্নাইয়ে আলোকসল্পতায় খেলা বন্ধ

৩৮তম ওভারে পেসার মোহাম্মদ সিরাজের হাতে বল তুলে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দুটি বল করে তৃতীয় বল করতে যাওয়ার সময় আলো কম থাকায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। যদিও পেসার বাদ দিয়ে স্পিনার দিয়ে বল করাতে চেয়েছিলেন রোহিত। তবে তাদের আবেদন আমলে নেননি আম্পায়াররা। এরমধ্যেই মাঠ ছেড়েছেন দুই দলের খেলোয়াড়রা।

শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় শেষের মাঝপথে আলো কম থাকায় খেল বন্ধ হয়ে যায়। ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হলেও কাজ হয়নি। এ সময় ৩৭.২ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫১ ও সাকিব আল হাসান ৫ রানে ব্যাটিং করছেন।

৫১৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে জাকির হাসান ও সাদমান ইসলাম ৬২ রানের জুটি গড়েন। এরপর ২২ রানের ব্যবধানে আউট হন এ দুই ওপেনার। জাসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে গালিতে যশস্বী জসওয়ালের দারুণ ক্যাচে পরিণত হন জাকির (৩৩)। আর রবিচন্দ্রন অশ্বিনের খাট লেন্থের বলে ব্যাকফুটে লেগে ঘোরাতে শর্ট মিড উইকেটে দাঁড়ানো শুবমান গিলের হাতে ক্যাচ দিয়েছেন সাদমান (১৩)।

এরপর মুমিনুল হককে নিয়ে ৪০ রানের জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অশ্বিনের বলে ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান মুমিনুল (১৩)। আর উইকেটে নেমে আগ্রাসী ব্যাট চালানো মুশফিকুর রহিম অশ্বিনের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে মিড-অফে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন। তার ব্যাট থেকেও আসে ১৩ রান।

তবে এক প্রান্ত আগলে টিকে আছেন শান্ত। শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকা অধিনায়ক এরমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৬ বলে ফিফটি স্পর্শ করা এই ব্যাটার অপরাজিত রয়েছেন ৬০ রানে। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজান নিজের ইনিংস। তার সঙ্গে অপরাজিত রয়েছেন সাকিব।

এর আগে রিশাভ পান্ত ও শুবমান গিলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। আগের ইনিংসের ২২৭ রানের লিড যোগ হয়ে তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। দেড়শো বছরের টেস্ট ইতিহাসে এত বড় রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোন দলের। বাংলাদেশকে তাই ম্যাচ জিততে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে আড়াই দিনের বেশি। ১২৮ বলে ১০৯ রান করেছেন পান্ত। ১৭৬ বলে ১১৯ রান করেছেন গিল।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

3h ago