বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টের দল ঘোষণা করল ভারত

স্কোয়াড অপরিবর্তিত রাখার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ছবি: এএফপি

চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে জয়ের পর স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একই দল নিয়ে খেলবে তারা।

রোববার স্কোয়াড অপরিবর্তিত রাখার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চেন্নাই টেস্টে স্বাগতিকদের একাদশের বাইরে ছিলেন সরফরাজ খান, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও যশ দয়াল। তাদেরকে কাউকে দেখা যেতে পারে কানপুর টেস্টের একাদশে। আবার অপরিবর্তিত একাদশ নিয়েও খেলতে পারে ভারত।

চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই হয়ে গেছে ফয়সালা। সফরকারী বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। রোহিত শর্মার দল সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করার পর ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলো-অন করানোর সুযোগ থাকলেও ফের ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। পরে ৫১৫ রানের বিশাল লক্ষ্যে নেমে নাজমুল হোসেন শান্তর দল থামে ২৩৪ রানে।

ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ১১৩ রান করা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন পরে নিজের মূল কাজেও পান সাফল্য। দ্বিতীয় ইনিংসে বল হাতে তিনি শিকার করেন ৬ উইকেট। ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।

দ্বিতীয় টেস্টের ভারত দল:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও যশ দয়াল।

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

2h ago