মিরপুরে নিরাপত্তা মহড়া দেখল দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল

রুটিন পরিদর্শনের অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকার চার সদস্যের প্রতিনিধি দল।
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের মাটিতে আগামী অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তার আগে রুটিন পরিদর্শনের অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে দেশটির চার সদস্যের প্রতিনিধি দল।

ভেন্যু পরিদর্শনকালে সোমবার প্রতিনিধি দলটি একটি বিশেষ নিরাপত্তা মহড়া প্রত্যক্ষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ স্পেশাল ফোর্সেস এবং বাংলাদেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা অংশ নেয়।

ছবি: ফিরোজ আহমেদ

আসন্ন টেস্ট দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্টের ভেন্যু মিরপুর। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খসড়া সূচি অনুসারে, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। প্রথম টেস্ট ২১ অক্টোবর ও দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে মাঠে গড়াবে।

ছবি: ফিরোজ আহমেদ

প্রতিনিধি দলের মধ্যে তিনজন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কর্মকর্তা। আরেকজন হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ফারহান বেহারডিন। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) ক্রিকেট অপারেশনস ও প্লেয়ার এনগেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।

ছবি: ফিরোজ আহমেদ

গত শনিবার ঢাকায় এসে পৌঁছায় চার সদস্যের প্রতিনিধি দলটি। এদিন মিরপুর স্টেডিয়ামের মাঠ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ঘুরে দেখার আগে তারা গতকাল রোববার চট্টগ্রামের ভেন্যুর সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করে।

Comments

The Daily Star  | English

Help Bangladesh in its quest for democracy

Chief Adviser Prof Muhammad Yunus has urged the international community to engage with a new Bangladesh that aims to ensure freedom and democracy for all.

10h ago