নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৪।

টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকিউজ হোটেলের হলরুমে আয়োজিত এই এক্সপোতে নিউ ইয়র্কের ৮৩টি এবং বাংলাদেশের ৩১টি প্রতিষ্ঠান অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আজ নিউ ইয়র্কে এই মেলার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক নব দিগন্তের সূচনা হলো। আশা করছি, এটি সামনের দিনগুলোতে আরও বিস্তৃত হবে।

বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গ্রেটার নিউ ইয়ার্ক চেম্বার অব কমার্স, ইউএসএ-বাংলা বিজনেস লিংক-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক্সপোতে অংশ নেয় হ্যান্ডিলোম এবং হ্যান্ডিক্রাপ্ট, আইটি ও সফটওয়ার ইন্ডাস্টি, মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল, মোবাইল ও টেলিকমিউনিকেশন, ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, নিউট্রিশন ও বেভারেজ, চামড়া ও চামড়াজাত, এগ্রো ও এগ্রো প্রসেসিং, ফুড ও বেভাবেজ, ক্যাপিটাল মার্কেট, আবাসন, রেমিট্যান্স, ট্যুরিজম এবং এনার্জি খাতের প্রতিষ্ঠান।

এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশে উপস্থাপনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।

প্রদর্শনী ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার, প্রবন্ধ উপস্থাপনসহ নানা আয়োজন রাখা হয় মেলায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স-এর সভাপতি ও সিইও মার্ক জেফি।

Comments

The Daily Star  | English

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

44m ago