মিথ্যা অভিযোগ মনে হয় না দেশের জন্য ভালো দিক বহন করে: সাকিব

ছবি: এএফপি

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে কোণঠাসা অবস্থায় আছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের গত নির্বাচনে সংসদ সদস্য হওয়া এই তারকাকে একটি হত্যা মামলাতে আসামী করা হয়েছে। এছাড়া, শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে তাকে সম্প্রতি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে গত ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি মামলা করা হয়। মামলায় সাকিবসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এর একদিন পর সাকিবকে বাংলাদেশ জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার জন্য বিসিবি বরাবর একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনাও সেখানে চাওয়া হয়।

আর গত মঙ্গলবার শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, এমন পরিস্থিতিতে ক্রিকেটে মনোযোগ দেওয়া ভীষণ কঠিন হচ্ছে তার জন্য, 'কঠিন, খুব কঠিন (ক্রিকেটে ফোকাস রাখা)। আমি কীভাবে রাখছি এটা আল্লাহই জানে, আমিও জানি না আসলে। হ্যাঁ, একটা মামলা হয়েছে। আপনারা জানেন যে এটা কেমন ধরনের মামলা বা আমিও ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল। এটা নিয়ে বলতে চাইছি না। আরেকটা যেটা বললেন (শেয়ারবাজার নিয়ে), আমি নিজেকে থেকে কোনো ট্রেড (লেনদেন) করিনি। কেউ যদি বলেন যে আমি (শুধু) কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে খুশি হব। এখন যে কেউ যে যার মতো করতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে, যদি সুন্দর করে করত, হয়তো ভালো হতো। আমার জন্য মানসিকভাবে ভালো হতো।'

অভিযোগগুলোকে মিথ্যা দাবি করে আত্মপক্ষ সমর্থন করা সাকিবের ভাষ্য, 'মিথ্যা অভিযোগ মনে হয় না আমার কাছে ভালো দিক বহন করে দেশের জন্য বা বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলে, আমার কাছে মনে হয় না খুব উপযুক্ত কিছু হবে। প্রথমটা তো বললামই (মামলা), আর দ্বিতীয়টা যেটা (শেয়ারবাজার)। আমার জীবনে যেহেতু কোনো ট্রেডই করিনি, ভুল করা বা যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা দুঃখজনক।'

এই সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণাও দিয়েছেন ৩৭ বছর বয়সী সাকিব। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি খেলে ফেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী অক্টোবরে ঘরের মাঠে সিরিজ দিয়ে অবসর নিবেন টেস্ট থেকে। তবে ওয়ানডে খেলতে চান আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Govt to form independent board to run Nagad: finance adviser

The decision came from a high-level meeting of the interim government

9m ago