আজ ভারতে গেল ৫৪ টন ইলিশ

রপ্তানির আগে ইলিশের মান পরীক্ষা চলছে। ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার মোট ৫৪ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।

বাংলাদেশের ১০ রপ্তানিকারক এসব ইলিশ রপ্তানি করেছেন এবং এগুলোর আমদানিকারক ভারতের ৫ ব্যবসায়ী।

বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত ৮টা পর্যন্ত মোট ৫৪ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 

পরে সিদ্ধান্ত বদলে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago