প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছুড়েছে।

সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টাকালে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছুড়েছে।

গত ২৫ আগস্ট এক নির্দেশনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে কোনো ধরনের সভা, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Comments

The Daily Star  | English

BFIU asks banks to freeze accounts of Joy, Putul, Bobby

After the fall of the Sheikh Hasina-led Awami League government, the BFIU has frozen the accounts belonging to more than 100 politically exposed persons, including ministers, state ministers, member of parliament, businessmen, government officials and police officials.

3h ago