ডিসি পদায়নে হাতাহাতি: ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ

আটজনকে গুরুদণ্ড, চারজনকে লঘুদণ্ড এবং পাঁচজনকে তিরস্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

জেলা প্রশাসক (ডিসি) পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্মসচিবের রুমে হাতাহাতির ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তাদের মধ্যে আটজনকে গুরুদণ্ড, চারজনকে লঘুদণ্ড এবং পাঁচজনকে তিরস্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর দেশের ২৫টি জেলায় এবং ১০ সেপ্টেম্বর আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়।

ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনকে নিয়ে ক্ষোভ জানান একদল কর্মকর্তা।

ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ১০ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তিন ঘণ্টার বেশি সময় হট্টগোল করেন তারা। একপর্যায়ে এই হট্টগোল হাতাহাতিতে গড়ায়।

এ ঘটনায় প্রজ্ঞাপন দেওয়ার পর আট ডিসির পদায়ন বাতিল ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (মাঠ প্রশাসন) বদলি করা হয়েছে আগেই।

এমন ঘটনায় সরকারের শীর্ষ পর্যায় থেকে অসন্তোষ প্রকাশ করে অভ্যন্তরীণভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

তারই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব আকমাল হোসেন আজাদের নেতৃত্বে এক সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

BFIU asks banks to freeze accounts of Joy, Putul, Bobby

After the fall of the Sheikh Hasina-led Awami League government, the BFIU has frozen the accounts belonging to more than 100 politically exposed persons, including ministers, state ministers, member of parliament, businessmen, government officials and police officials.

1h ago