বিপিএলে শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’

'ঢাকা ক্যাপিটালস' টিমের লোগো উন্মোচন করেন শাকিব খান। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) একটি দল কিনেছেন। 

এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এ টিমের নাম 'ঢাকা ক্যাপিটালস'। 

দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর আজ বুধবার সন্ধ্যায় রিমার্ক হারল্যানের হেড অফিসে 'ঢাকা ক্যাপিটালস' টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে। 

শাকিব খান বলেন, 'আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে "ঢাকা ক্যাপিটালস"।' 

শাকিব খানের এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago