অস্কারে যাচ্ছে ‘বলি’

'বলি' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৭তম আসরের 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশ থেকে যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর 'বলি'।

গতকাল মঙ্গলবার 'বলি' দেখার পর ছবিটিকে চূড়ান্ত করেছে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি 'বলি' (দ্য রেসলার)। পিপলু আর খানের প্রযোজনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

চলতি বছরের জুন মাসে চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবের 'ইন্টারন্যাশনাল প্যানোরমা' শাখায় বলি' সিনেমাটি অংশ নিয়েছিল।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ  অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago