গ্রামীণ কল্যাণের আয়কর নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাহার

সুপ্রিম কোর্ট

৬০০ কোটির বেশি টাকা প্রদেয় আয় কর দাবি নিয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেওয়া রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

চলতি বছরের ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দিয়েছিলেন। রায় প্রত্যাহারের ব্যাপারে ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে নথিপত্র পাঠান তারা।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ একটি অলাভজনক এবং দাতব্য সংস্থা।

গ্রামীণ কল্যাণের আইনজীবী সরদার জিন্নাত আলী ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মনিরুজ্জামান রায় লিখতে বিব্রত বোধ করায় রায়টি প্রত্যাহার করে নথিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন।

সরদার জিন্নাত আলী বলেন, বিচারপতি মনিরুজ্জামান এর আগে যখন আইনজীবী ছিলেন তখন মামলার পক্ষভুক্ত হওয়ায় বিব্রত বোধ করেন।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি রিট পিটিশনের নতুন করে শুনানির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ নিয়োগ করতে পারেন।

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago