সরে গেছে লঘুচাপ, বৃষ্টিপাত কমবে

ছবি: এমরান হোসেন

মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে গত দুইদিন সারা দেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপটি ইতোমধ্যে গুরুত্বহীন হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিশে গেছে। আগামী তিন দিন সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

বুলেটিনে আরও জানানো হয়, লঘুচাপ সরে গেলেও মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী বা ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী দুইদিন সোম ও মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বর্ধিত ৫ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago