মিরপুরে সাকিব হত্যা মামলায় আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পল্লবীতে শেখ মো. সাকিব রায়হান নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—আওয়ামী লীগের পল্লবী থানার দুই নম্বর ওয়ার্ড সহ-সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, পল্লবী ই-ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ, পল্লবী ডি-ব্লক ইউনিট সভাপতি মো. ইফতেখারুল চৌধুরী চমন ও পল্লবী সি-ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মো. লাল মিয়া মল্লিক।

গতকাল সোমবার রাতে পল্লবী থানার মুসলিম বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর-৬ এলাকায় সাকিব হত্যার ঘটনায় গত ৩ অক্টোবর পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ এবং এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে সাকিব বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি, মিডিয়া) জাহাঙ্গীর কবির দ্য ডেইলি স্টারকে জানান, মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন জাবেদ, মো. ইফতেখারুল চৌধুরী চমন ও মো. লাল মিয়া মল্লিককে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago