মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শ্রমিক দগ্ধ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের এসআইএলসি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের এসআইএলসি শিল্প এলাকার চারটি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি রাসায়নিক পদার্থের গুদাম ছিল।

অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় সুলতানাহ আমিনা (এইচএসএ) হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত

ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার ফাইজ সুলেমান জানিয়েছেন, সকাল ১১টা ৩৩ মিনিটে খবর পেয়ে কয়েকটি অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এই কর্মকর্তা আরও জানান, ইস্কান্দার পুতের, স্কুডাই, পেকান নেনাস, পোনটিয়ান বারু ও সেবানা কোভের মোট ছয়টি ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

The Daily Star  | English
Pipeline to Carry Diesel to Dhaka From Ctg

Pipeline ready to carry fuel from Ctg to Dhaka

Chattogram-Dhaka fuel pipeline set for inauguration after successful trial runs

13h ago