যশোরেশ্বরী কালীমন্দির থেকে চুরি হওয়া মুকুট উদ্ধার ও অপরাধীদের শাস্তির অনুরোধ ভারতীয় হাইকমিশনের

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা তদন্ত করে তা উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনুরোধ জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বাংলাদেশ সফরকালে ওই মুকুটটি উপহার হিসেবে দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার হাইকমিশন এই অনুরোধ জানিয়েছে।

তারা বলেছে, ২০২১ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

মন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী গতকাল দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি পূজা শেষ করে মন্দির থেকে বাড়ি যান। পড়ে পরিচ্ছন্নতাকর্মীরা মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তারা খেয়াল করেন যে, কালীর প্রতিমার মাথার মুকুটটি নেই।

একইদিন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম ডেইলি স্টারকে জানান, মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

যে পরিবারটি এই মন্দিরটির দেখাশোনা করছে, তার সদস্য জ্যোতি চট্টোপাধ্যায় জানান, রূপার তৈরি মুকুটটিতে স্বর্ণের প্রলেপ দেওয়া ছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে যান। হিন্দুধর্মের ৫২ পীঠের অন্যতম পীঠ যশোরেশ্বরী মন্দিরের কালীর প্রতিমার মাথায় সেদিন স্বর্ণের মুকুট পরিয়ে দেন মোদি।

Comments

The Daily Star  | English

Govt, in principle, decides to scrap Cyber Security Act

The decision has been taken in a meeting at the Chief Adviser's Office in the capital's Tejgaon area.

30m ago